বিসমিল্লাহির রাহমানির রাহীম
আজকের তারিখ ও নামাজ সিডিউল
১৩ অক্টোর ২০২৩ অনুযায়ী, আজকের বাংলা, ইংরেজী ও আরবী তারিখ এবং নামাজের সময়সূচী (ঢাকা, বাংলাদেশ লোকেশন অনুযায়ী):
(নির্দিষ্ট কিছু দেখতে নিম্নে ক্লিক করুন অথবা পড়া চালিয়ে যান।)
১. দিন ও তারিখ:
আজ শুক্রবার। ১৩ অক্টোবর ২০২৩ খ্রি.। ২৭ রবিউল আওয়াল ১৪৪৫ হিজরি। ২৮ আশ্বিন১৪৩০ বঙ্গাব্দ।
২. সেহরির শেষ সময় ও ফজরের নামাজ:
আজকে ঢাকার সময়ানুযায়ী সেহরীর শেষ সময় ৪:৩৯ এএম এবং ফজরের সময় আরম্ভ ৪ :৪৪ এএম।
ফজরের সময় শেষ ও সূর্যোদয় হবে ৫:৫৫ এএম। ইশরাকের নামাজ পড়তে পারবেন ৬:১৮ এ এম এর পর থেকে।
৩. জোহর ও আসরের নামাজ:
যোহর আরম্ভ ১১:৪৮ এ এম এবং শাফি মাযহাব অনুযায়ী যোহর শেষ হবে ৩:০৬ পি এম ।
হানাফী মাযহাব অনুযায়ী আসর আরম্ভ হবে ৩:৫৭ পিএম এবং আসরের মাকরু সময় আরম্ভ হবে ৫:০৪ পিএম।
(আজকের তারিখ ও নামাজের সময় এ কন্টেন্টটি শেয়ার করার জন্য অনুরোধ করা হলো।)
৪. সূর্যাস্ত, মাগরিব ও ইফতার:
সূর্যাস্ত আরম্ভ হবে ৫:৩১ পি এম এবং মাগরিব ও ইফতারের সময় ৫: ৩৮ পি এম।
মাগরিবের সময় শেষ হবে ৬:২৪ পিএম।
৫. ইশার নামাজ ও রাত্রির ইবাদত:
আবার এশার সময় আরম্ভ হবে ৬:৫০ পিএম। রাতের প্রথম তৃতীয়াংশ শেষ হবে ৯:১৬ পি এম। মধ্যরাত হবে ১১:০৭ পি এম। রাতের শেষ তৃতীয়াংশ শুরু হবে ১২:৫৭ এ এম।
৬. শেষ রাত্রি ও সেহরির সময়:
শেষ রাত অর্থাৎ রাতের ৬ ভাগের শেষ ভাগ শুরু হবে ২:৪৮ এ এম। যারা সেহরি খাবেন তারা এ সময়ের পরে খেলেই তাদের জন্য তা ভালো হবে। তবে রাত ৩ :৩৯ এ এম এর পরে সেহরি খাওয়াই সবচেয়ে উত্তম।
৭. ইসলামের দাওয়াত প্রদান:
(দৃষ্টি আকর্ষণ: একমাত্র সত্যধর্ম ইসলাম। সকল অমুসলিমকে এ সত্যধর্ম গ্রহণ করার জন্য দাওয়াত ও উপদেশ প্রদান করলাম। কারণ দুনিয়াতে একই সমাজে মিলেমিশে সুখে-দুখে বসবাস করেছি। কখনো আপনারা আমাদের উপকার করেছেন। আর কখনো আমরা আপনাদের উপকার করেছি। অথচ আপনারা আগুনের পথযাত্রি!!! এ অন্তর্জালা থেকে আপনাদেরকে সতর্ক করা এবং আপনারা যাতে বলতে না পারেন যে, আমরা আপনাদেরকে সতর্ক করিনি! হে আমার সহযোদ্ধা! একসাথে এ সমাজ বিনির্মাণ করেছি। অথচ আপনি আগুনে জ্বলবেন!? প্লিজ এ বিষয়ে একটু চিন্তা ও গবেষণা করুন যে, একসাথে এতগুলো ধর্ম সত্য হতে পারে কিনা? তাহলে কোন ধর্ম সত্য???)
৮. স্থানীয় সময় বের করার নিয়ম:
বিশ্বের অন্যান্য স্থানে জি এম টি ও লোকাল টাইম বের করার নিয়মানুযায়ী নির্ধারিত সময় যোগ বা বিয়োগ করে স্থানীয় সময় বের করা যেতে পারে।
যেমন এ কন্টেন-এ উল্লেখিত এ সময় থেকে বাংলাদেশের ফেনী জেলার স্থানীয় সময় বের করতে এ পোস্টে উল্লেখিত ঢাকা জেলার জন্য নির্দিষ্ট করা এ সময় থেকে ৫ মিনিট বিয়োগ করে সময়ের এ হিসাব নির্ধারণ করতে হবে।
৯. ক্যালেন্ডারের এক্যুরিটি:
সময়ের এ হিসাবটি যাচাই করে লিখা হয়েছে। অতএব আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি যে, সময় নির্ধারণী নামাজের এ অনলাইন ক্যালেন্ডারটি আপনি বিশ্বস্ততা ও নির্ভরতার সাথে ব্যবহার করতে পারেন।
আমরা আপনাদেরকে নিশ্চায়তা দিচ্ছি যে, এ বিষয়ে কোন ভুল নেই। বরং রিক্স মোকাবিলায় কিছু কিছু ক্ষেত্রে সর্বোচ্চ ২/১ মিনিট যোগ বা বিয়োগ করে লিখা হয়েছে বা বলা হয়েছে।
১০. ক্যালেন্ডার ব্যবহারের স্থান:
( বি:দ্র: উপরে উল্লেখিত বাংলা তারিখের ক্ষেত্রে বাংলাদেশে সরকারি ভাবে গৃহীত বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বাংলা তারিখ লিখা হয়েছে। যা পশ্চিম বঙ্গে প্রচলিত সনাতনী বাংলা বর্ষপঞ্জির সাথে হুবহু মিলবে না।)
১১. তথ্যসূত্র:
দ্যা ইন্টারনেট।
১২. পরিশেষ:
(এ কন্টেন্টটির একিউরিটি সম্পর্কে যদি আপনার কোন সন্দেহ থাকে, তবে প্লিজ আমাদেরকে পরামর্শ দিন। মানুষের জন্য উপকারী কোন সার্ভিস প্রদানে বাধা না দিয়ে বরং আমাদেরকে সহযোগিতা করুন, এটিই আপনাদের প্রতি আমরা আশা করি। এ পোস্ট এর ট্রেড মার্ক হিসেবে আমাদের লোগো দেখতে এখানে ক্লিক করুন এবং আমাদের প্রতিষ্ঠান, ওয়েবসাইট, ও এ কন্টেন্ট এর মালিকের ছবি দেখতে এখানে ক্লিক করুন। আমাদের সাথে যোগাযোগ করতে ar900.com এ ওয়েবসাইটের Contact Us অপশন ফলো করুন। এ পোস্টটি কপি পেস্ট করে অন্য কোথাও পাবলিস্ট করা আইনত দন্ডনীয়, এরপরও যদি কেউ করেন তবে তার ভূলের জন্য আমরা দায়ী থাকবো না।)
Leave A Comment