Bandhan Foundation Logo Bandhan Foundation বন্ধন ফাউন্ডেশন
Add more content here...
Dhaka, Bangladesh
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
১৬ Jumada I, ১৪৪৫
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:০৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:২৩ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৪৭ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৫ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
এশা রাত ৬:৩১ অপরাহ্ণ
বৃহস্পতিবার ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ হেমন্তকাল ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Join & Get of latest updates

* indicates required

প্রয়োজন মনে করলে ক্লিক করুন:-

আওয়ার মিডিয়া”    অল টেলিভিশন”     অল নিউজ পেপার

ফেসবুক স্পেশাল বুস্টিং সার্ভিস

৳ 500,00

1 review

✔✔ লক্ষ্যণীয়:

🎁🎁সার্ভিসটি পেতে চাইলে অনুগ্রহ পূর্বক নিম্নে উল্লেখিত পুরোটা না পারলে প্রথম থেকে সামান্য একটু লিখা হলেও পড়ুন এবং আপাতত এ ভাবেই সার্ভিসটি কিনুন। Add to Cart এ ক্লিক করে বর্তমানে এ সার্ভিসটি কেনা বা পাওয়া বা আমাদেরকে পেমেন্ট করা সম্ভব হবে না। আর তাই পেমেন্ট গেটওয়ে’র জন্য আমাদেরকে নিম্নে যে ২% প্রদানের কথা বলা আছে, তা এখন প্রদান করতে হবে না। 

 

✔✔ আপনার পেজ বা পোস্টের প্রমোট বা বুস্ট করতে চাইলে, তবে নিম্নে আমাদের বিকাশ, রকেট ও নগদ নাম্বার এবং ব্যাংক একাউন্ট নাম্বার দেয়া আছে। এর যে কোন একটিতে সার্ভিসটির মূল্য বাবত  হিসাব করে নির্দিষ্ট পরিমাণ টাকা সেন্ড মানি করে বা ব্যাংকে টাকা জমা দিয়ে ও এর পর কোন্ নাম্বার থেকে পাঠিয়েছেন সে নাম্বারটি এবং আপনার একটি ইমেইল অথবা আপনার হোয়াটস এপপ বা ইমো নাম্বার আমাদের নাম্বারে বা ইমেইলে ম্যাসেজ করে পাঠালে অথবা ব্যাংকের ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে পাঠালে, তাহলে আমরা অল্প সময়ের মধ্যে আপনার সাথে কথা বলার মাধ্যমে চুক্তিকৃত এ সার্ভিসের বিষয়ে প্রসেসিং কাজ আরম্ভ করতে পারবো। অথবা এ বিষয়ে আপনার প্রয়োজনীয় কথা থাকলে, তবে আমাদেরকে ফোন করে তা বলতে পারবেন। সার্ভিসটি কেনার জন্য বা আমাদেরকে টাকা পেমেন্ট করতে আপাতত এ পোস্টে উল্লেখিত Add to cart অপশনে ক্লিক করার প্রয়োজন নাই। তবে রিভিউ অপশনে ক্লিক করে এ বিষয়ে অবশ্যই আপনার মতামত বা সাজেশান শেয়ার করার জন্য অনুরোধ থাকলো। আবার সার্ভিসটি কিনতে কিছুতেই আমাদের নাম্বারে টাকা রিচার্জ করবেন না। আপনাকে অবশ্যই সেন্ড মানি করতে হবে। যদি কেউ ভূলক্রমে রিচার্জ করেন, তবে আমরা আপনাকে সার্ভিসটি প্রদানে বাধ্য থাকবো না। প্রমোট বা বুস্ট করতে অবশ্যই ডেসক্রিপশনে উল্লেখিত ১, ২, ৩ ও ১৩ নং ক্রমিক মেনে চলুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন। আর কিছু পারেন আর না পারেন এ ক্রমিক গুলো অবশ্যই পড়বেন ও এ অনুযায়ীই প্রমোট বা বুস্ট করবেন।

💖💖  দৃষ্টি আকর্ষণ:    

ফেসবুক এডস অনেকেই বা অনেক প্রতিষ্ঠানই করতে পারে; কিন্তু ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেইবিয়ার এবং স্থান কাল পাত্র ও সময়ানুযায়ী অডিয়েন্সকে সঠিক টার্গেটেড করে কেম্পেইন রান করতে সবাই কিন্তু পারে না। তাই শুধু একবার আমাদেরকে যাচাই করার অনুরোধ রইলো। যেহেতু শুধু এড রান করার নামই কিন্তু আপনার সেল বৃদ্ধি নয়; আপনার সেল বৃদ্ধি তখনই হবে যখন আপনার কাস্টমারদেরকে আপনার এডটি দেখিয়ে তাদেরকে মোটিভেট করা যাবে। তাই শুধু এড দিলেই আপনার উদ্দেশ্য সফল হবে না। আমাদেরকে দিয়ে আপনার এড রান করাতে বা আপনার পেজের কোন পোস্টকে বুস্ট করাতে বা আপনার পুরো পেজকে প্রমোট করাতে

এখানে ক্লিক করে

মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন ও সে অনুযায়ী এপ্লাই করুন।

  •  🌹 প্রোডাক্ট সামারী: 🌹   

আপনার ব্যবসা যদি অন্য কেহ নাই’ই জানাতে পারলো, তাহলে কী করে মানুষ আপনার পণ্য বা সেবা ক্রয় করতে পারবে? এ ক্ষেত্রে ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম, যা এখন প্রায় সকলেই ব্যবহার করে; যার মাধ্যমে আপনি খুব সহজে অল্প  টাকায় এড দিয়ে অধিক সংখ্যক মানুষকে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপণ সমূহ দেখাতে পারেন এবং তাদেরকে আপনার পণ্য বা সেবা ক্রয় করতে উদ্ভূদ্ধ করতে পারেন। বর্তমানে ফেসবুক নামীয় প্ল্যাটফর্মটি টেলিভিশন বা অনলাইন পত্রিকা বা অন্য যে কোন মাধ্যমের চাইতে মানুষকে বিজ্ঞাপণ দেখানোর ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচাইতে বেশি ইফেক্টিভ ও লাভজনক বলে মনে হয়। আবার এতে আপনি যদি মনে করেন, একটা পোস্ট, আপনার প্রোফাইল বা পেজে দিয়ে দিলেই হলো অথবা শেয়ারিং এর মাধ্যমে তা বিভিন্ন মানুষের কাছে পৌঁছালেই হলো; আসলে এভাবে আপনার ব্যবসায়ের প্রচার বা প্রসার হবে না এবং সেলও বাড়বে না। ধরুন আপনার পণ্য হচ্ছে শিশুদের পোশাক বা আপনি বাড়ি নির্মাণ সামগ্রী বিক্রি করেন, ইত্যাদি। তাহলে আপনার এ পোস্টটি দেখাতে হবে মা-বাবা ও শিশু সন্তান আছে এ রকম পেরেন্টসদেরকে বা যারা বাড়ি নির্মাণ করবে বা করছে তাদেরকে বা সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে। ড্রাইভার, ডাক্তার, জেলে বা এলোপাথাডি সবাইর প্রোফাইলে আপনার বিজ্ঞাপণটি পাঠিয়ে আপনার লাভ কতটুকু হবে বলুন? অথবা আপনার দোকান ফেনীতে, তাহলে ঢাকার মানুষকে দেখিয়ে আপনার কোন লাভ হবে? তাই আপনাকে করতে হবে পেইড এডস। ফ্রি এডস দিয়ে এ ধরনের ইফেক্টিভ ব্যবসায়িক উন্নতি কখনোই সম্ভব নয় এবং এ পেইড এডসটি আমাদের ফেসবুক স্পেশাল বুস্টিং সার্ভিস এর মাধ্যমে আপনি করতে পারেন। দেখুন, ফেসবুকের শক্তিশালি এলগরিদম বুঝতে পারে যে, কে কী দেখছে বা দেখতে চায়। তারা সে হিসেবেই মানুষের ফেসবুকের হোম পেজে পোস্ট সমূহ ডিসপ্লে করে। এ জন্যেই প্রত্যেকের মোবাইলে একই রকম পোস্ট দেখতে পাওয়া যায় না। আবার পেইড এডস না করলে, আপনার সাথে যাদের সম্পর্ক রয়েছে, তারা ব্যতিত আপনার এ পোস্টটি হয়তো অন্য কেহ দেখতেই পাবে না।

তাই আপনার ব্যবসা বা সেবা বা প্রতিষ্ঠান সম্পর্কে মানুষকে জানাতে আপনাকে অবশ্যই পেইড এডস করতে হবে এবং এ বিষয়ে আমাদের ফেসবুক স্পেশাল বুস্টিং সার্ভিস একটি কার্যকরি সমাধান বলে আমি মনে করি। আপনি আমাদের নিকট থেকে একবার করে দেখুন, যদি আপনার ভালো না লাগে বা আপনার যদি সেল না বাড়ে এবং এ বিষয়ে আমাদের কোন ত্রুটি দেখলে, তাহলে অবশ্যই আমরা আপনার টাকা ফেরত দেবো। তাছাড়া আপনার পণ্যের এডস এতো নিখুঁত ভাবে টার্গেটেড করে এবং এতো কম টাকায় ও এতো স্বচ্ছ ও জবাবদিহীতা মূলক ভাবে আর কেউ করবে বা করতে পারবে বলে মনে হয় না। কারণ আমাদের মূল উদ্দেশ্য ব্যবসা নয়; মানব সেবাই আমাদের মূল উদ্দেশ্য।

এ বিষয়ে আমরা আপনাদেরকে সর্বোচ্ছ দক্ষতা ও সততার নিশ্চয়তা দিচ্ছি। তাই আমরা অনুরোধ করবো, অন্তত একবার আমাদেরকে দিয়ে আপনার পণ্য বা সেবার এড দিয়ে ফলাফল যাচাই করে দেখতে পারেন।

যা আপনার প্রতি একান্তই অনুরোধ থাকলো। কিভাবে আমাদেরকে দিয়ে স্বল্প খরচে এড রান করাবেন, তা জানতে অবশ্যই নিম্নে উল্লেখিত শর্ট ডেসক্রিপশন ও ডেসক্রিপশনের লিখা সমূহ পড়বেন আশাকরি।

  • ❤❤  শর্ট ডেসক্রিপশন: 

আমাদের ফেসবুক স্পেশাল বুস্টিং সার্ভিস থেকে যেসব সুবিধা পাবেন:-

  • ফেসবুক পেজ প্রমোট সার্ভিস। 💕 
  • ফেসবুক পোস্ট বুস্ট সার্ভিস। ❤
  • অধিক সংখ্যক টার্গেটেড মানুষকে আপনার পেজ দেখানো। 🌹
  • অধিক সংখ্যক টার্গেটেড মানুষকে আপনার পোস্ট দেখানো। ❤
  • অধিক সংখ্যক টার্গেটেড মানুষ দ্বারা আপনার পেজ বা পোস্টকে লাইক ও শেয়ার করার ব্যবস্থা। 👍
  • অধিক সংখ্যক টার্গেটেড মানুষ দ্বারা আপনার পেজ বা পোস্টে কী আছে তা পড়ার, তথা আপনার ব্যবসা বা পণ্য সামগ্রী বা সেবা সম্পর্কে মানুষকে জানানোর ও দেখানোর ব্যবস্থা। 🌹
  • আপনার এপপ ইনস্টল বা ডাউনলোডের ব্যবস্থা। ✔✔
  • আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনয়নের ব্যবস্থা। ✔✔
  • কনভারসেশন বা ক্যাটালগ সেলিং বিজ্ঞাপণ প্রদানের ব্যবস্থা।✔✔ 
  • আগে যে সব লাইক ও এনগেজমেন্ট পেয়েছিলেন পরবর্তীতে তাদের হোম পেজে আপনার পোস্টকৃত  পণ্য সমূহ অটোমেটিক ভাবে প্রদর্শিত করার ব্যবস্থা। ❤
  • আপনার ও আপনার ব্যবসায়ের পরিচিতি দিন দিন বৃদ্ধি করার ব্যবস্থা। 💖
  • ব্যবসায়ের সুনাম বাড়ানোর ব্যবস্থা। ❤
  • আপনার পণ্য যাদের প্রয়োজন, তাদেরকে আপনার পণ্য অথবা সেবা সম্পর্কে জানানোর ব্যবস্থা। 💖
  • আপনার বিক্রি বৃদ্ধির সমূহ সম্ভাবনা।🌹
  • ইনশা”আল্লাহ যতটাকার/ডলারের আপনি প্রমোট বা বুস্ট করবেন তার চাইতে কয়েকগুণ লাভবান হবার উপায়। 👍
  • আপনার পণ্য বা সেবার সেল বাড়াতে ও অধিক প্রফিট করতে প্রমোট বা বুস্টের কোনই বিকল্প নেই। 💕
  • তাই সম্ভব হলে আজই প্রমোট বা বুস্ট করুন।✌ 
  • এ সম্পর্কে আরো জানতে অবশ্যই ডেসক্রিপশনটি পড়ুন ও আমাদের সাথে যোগাযোগ করুন।👍
  • আমাদের স্বচ্ছতা প্রমাণে আমরা আমাদের ওয়েবসাইটে বায়ার রিপোর্ট ক্যাটাগরিতে পোস্ট করার মাধ্যমে আপনাদের প্রমোট বা বুস্ট করার সময়কার স্ক্রীণ শর্টের ছবি আপনাদেরকে শেয়ার করে দেখাবো এবং আপনারা এতে অবশ্যই আপনাদের মতামত লিপিবদ্ধ করবেন। যা যে কেউ দেখতে পারবে এবং যা সকলের জন্য থাকবে উন্মুক্ত। 🌹
  • অন্যকাউকে প্রমোট বা বুস্ট করতে দিলে হয়তো এতো কিছু স্পষ্ট করে আপনাদেরকে সহ এভাবে সকলের জন্য উন্মুক্ত করে দেখাবে না বা আপনার পণ্যের সঠিক কাস্টমারদেরকে টার্গেট করে তারা এড রান করতে পারবে না। 😊
  • আমাদের কার্যক্রম ওপেন ও স্পষ্ট হওয়ায় আশা করি আমাদেরকে ভূল বুঝবেন না। 😍
  • আমরা মনে করি সততাই ব্যবসায়ের উৎকৃষ্ট পলিসি এবং আপনার নিকট জবাবদিহীতা ও আপনার সাথে সম্পন্নকৃত আমাদের ওয়াদা সমূহ পালন করাই আমাদের ব্যবসায়িক নীতি। 👍😃

Description

  • ডেসক্রিপশন  ❤

১। আপনার পেজের প্রমোট/পোস্টের বুস্ট বা যে কোন বিজ্ঞাপণ আমাদেরকে দিয়ে করাতে চাইলে, তাহলে অবশ্যই আপনি আমাদেরকে আপনার পেজের এডমিন হিসেবে নিয়োগ দিতে হবে অথবা আপনার পেজ ও আপনার এড একাউন্টের ফুল এক্সেস আমাদেরকে প্রদান করতে হবে। নতুবা ফেসবুকের নিয়মানুযায়ী আপনি ছাড়া আমরা বা অন্য কেহ কখনোই আপনার পেজটি প্রমোট বা আপনার পেজের কোন পোস্টকে বুস্ট করতে পারবো না। কারণ আপনার এড দিতে হবে আপনার পেজের মাধ্যমে; আর আপনার পেজের আইডি পার্সওয়াডতো কেবল আপনিই জানেন, তাইনা? এড রান করতে নিচের লিখাগুলো পড়ুন ও মেনে চলুন। নিয়ম-কানুন জানতে

এখানে ক্লিক করে

ভিডিওটি দেখে নিতে পারেন।

✔  ২। প্রমোট বা বুস্ট করার জন্য প্রথমে  

এখানে ক্লিক করে

আমাদের ১ম ফেসবুক প্রোফাইল ফলো করুন।

 ✔ ৩। এবার

এখানে ক্লিক করে

আমাদের ২য় ফেসবুক প্রোফাইল ফলো করুন।

৪। নিম্নের লিখাগুলো ভালো করে পড়ুন ও তা মেনে চলুন।

৫। প্রমোট বা বুস্ট অবশ্যই ইউ এস ডলারে করা হবে।  তবে আপনি আমাদেরকে বিকাশ বা রকেট বা ব্যাংক কার্ড বা অন্যান্য মাধ্যমের মাধ্যমে ডলার অথবা টাকায়, উভয় ভাবে পে করতে পারবেন।

৬। যদি টাকায় প্রদান করেন, তবে আপনার প্রদান করা টাকাকে ঐ দিনের ডলার রেট অনুযায়ী ডলারে রুপান্তরিত করে হিসাব করা হবে।

❤  ৭। আপনি  যত টাকার প্রমোট বা বুস্ট করবেন ফেসবুককে ভেট হিসেবে এর ১৫% (যেখান থেকেই বুস্ট করেন ১৫% ভেট আপনাকে দিতেই হবে) এবং বিকাশ বা টাকা প্রদান গেট ওয়ে অন্যান্য কোম্পানি গুলোকে ২% ও প্রসেসিং বা পারিশ্রমিক বাবত আমাদের এ প্রতিষ্ঠানকে প্রত্যেক ক্যাম্পেইনের জন্য (যত টাকার এড’ই হোক না কেন) ৫০০/- টাকা অতিরিক্ত প্রদান করতে হবে,  অর্থাৎ উদাহরণ স্বরুপ যদি আপনি ১০০০০ টাকার প্রমোট বা বুস্টিং করতে চান, তবে আমাদেরকে আপনি সরকারি ভেট সহ মোট প্রদান করবেন ১২২০০/- টাকা।  ❤

❤  ৮। আবার আপনি যদি সেলস ক্যাম্পেইন অর্থাৎ কনভারসেশন বা ক্যাটালগ সেলের মতো এড রান করতে চান, তবে, এর প্রসেসিং মেথোড জটিল হওয়ায়, এক্ষেত্রে আমাদেরকে ৫০০/- টাকার পরিবর্তে ৮০০/- টাকা প্রদান করতে হবে এবং এভাবেই আপনাদেরকে হিসাব করতে হবে।  ❤

 ❤ ৯। প্রমোট বা বুস্টিংয়ের ক্ষেত্রে আপনার ডুয়েল কারেন্সি মাস্টার বা ভিসা কার্ড থাকলে ইহা আপনার জন্য অধিক উত্তম হবে ও তা আপনার ফেসবুকে এডড করতে হবে; এক্ষেত্রে আপনি আমাদেরকে উপরোক্ত হিসেব অনুযায়ী শুধু ৫০০/- টাকা ও মানি গেট ওয়ে ২% দিলেই আমরা  যত্নের সহিত আপনার পেজের প্রমোট বা বুস্টিং সম্পন্ন করবো ইনশা’আল্লাহ।

তবে প্রমোট বা বুস্ট এর পরিমাণ, আমাদের অংশ বাদ দিয়ে কমপক্ষে ১০ ডলার বা ১১০০/- টাকার হতে হবে। আবার ১১০০/- টাকার বুস্ট করলেও আপনার টোটাল খরচ হবে ১৭৬৫/- টাকা। তাই বেশি টাকার প্রমোট বা বুস্ট করালেই কেবল আপনার লাভ হবে। যেহেতু আপনি যত টাকারই বুস্ট করেন না কেন, আমাদের সার্ভিস চার্জ একই থাকবে (যেহেতু আমরা দায়সারা গোচের কোন রকম ভাবে আপনাকে বুঝিয়ে দেবো না) এবং আমরা সময় নিয়ে সব সেটিংস ফলো করে ও আপনার কাস্টমারদেরকে অধিক টার্গেটেড করে বুস্ট করবো; সে সাথে বুস্ট পরবর্তী এডিটেরও সুযোগ থাকবে; তাই অল্প টাকার বুস্ট করতে চাইলে, তা আমাদেরকে দিয়ে করাবেন কিনা তা ভেবে দেখতে পারেন।  ❤  

❤  ১০। আবার সরাসরি হেন্ড টু হেন্ড কেউ কাজ দিলে এবং আপনার কার্ড থাকলে তখন আমাদেরকে শুধু ৫০০/- টাকা দিলেই আমরা অপনার পণ্যের এডভেটাইজিং পরিচালনা করবো।❤  

 🌹 ১১। আবার আপনার কার্ড না থাকলেও আমাদের কার্ড দিয়ে আমরা আপনার এড পরিচালনা করতে পারবো। 🌹 

১২। এতে যদি আপনি রাজি থাকেন,   তাহলে আমাদের সাথে ইমেইলে  অথবা ম্যাসেঞ্জারে অথবা হোয়াটস এপে অথবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অথবা ইমোতে (আপনার যেভাবে সুবিধা রয়েছে) ম্যাসেজ লিখার মাধ্যমে অথবা ফোনে যোগাযোগ করতে পারেন।

 ✔✔ ১৩। অথবা আমাদের উপরে আপনার বিশ্বাস হলে তবে

এখানে ক্লিক করে

এ ফরমে উল্লেখিত নির্দেশাবলী মেনে চলুন ও ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন। আমাদের দ্বারা বুস্টিং করাতে হলে তাহলে অবশ্যই এ ফরমটি পূরণ করতে হবে। ফরমটি কিভাবে পূরণ করবেন তা জানতে

এখানে ক্লিক করুন

এবং আমাদের সাথে যোগাযোগ করুন।

১৪। ফরম পূরণ করার সময় অবশ্যই পরিপূর্ণ বর্ণনা সহ পূরণ করবেন এবং ম্যাসেজ বডির মধ্যে আপনার সব কথা বিস্তারিত ভাবে বলতে হবে। তাছাড়া যদি আপনি সেলস ক্যাম্পেইন মানে কনভারনসেশন বা ক্যাটালগ সেলস এড রান করাতে চান, তবে আপনাকে হয় নিজকে আপনার ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করে দিতে হবে, নতুবা আপনার ওয়েবসাইটের এডিটর রোল বা আইডি পাসওয়ার্ড দিতে হবে।

১৫। আবার আপনার এডটি ম্যাসেজিং ক্যাম্পেয়িং হলে ম্যাসেজবডির মধ্যে অবশ্যই আপনাদেরকে ভিউয়ারগণ করতে পারে এ রকম সম্ভাব্য ৩ টি প্রশ্ন ও এর সঠিক উত্তর লিখে দিতে হবে। কারণ আপনার ব্যবসা সম্পর্কে মানুষ কী জানতে চাইতে পারে, তা আপনারাই ভালো বুঝবেন। ভিউয়ার গণ যাতে প্রশ্নের উপর ক্লিক করে অটোমেটিক ভাবে আপনাদের কর্তৃক প্রদানকৃত উত্তর সমূহ পেতেপারে।

১৬। আবার আপনার এড এর নিচে কোন ধরনের বাটন হবে, যেমন কল নাও বা লার্নমোর তা লিখে দিতে হবে।

১৭। লার্নমোর হলে অবশ্যই ম্যাসেজ বোডির মধ্যে আপনার ওয়েবসাইটের ইউ আর এলটি প্রদান করতে হবে।

১৮। আপনার এড সম্পর্কে  সম্ভব হলে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট ও বিহেইবিয়ার অডিয়েন্স সম্পর্কে ম্যাসেজ বোডির মধ্যে কিছু লিখতে পারেন। কারণ আপনার এড কোন ধরনের মানুষ দেখলে আপনার বিক্রয় হতে পারে, তা আপনারাই ভালো বুঝবেন।

১৯। আপনার এডটি যত টার্গেটেড করবেন, ততোই আপনার লাভ; কারণ আপনার পণ্য যাদের প্রয়োজন নাই, যারা আপনার পণ্যের ক্রেতা নয়, তাদেরকে এড দেখিয়েতো অপব্যয় ব্যতীত আপনার কোন লাভ নেই।

২০। তাই যারা আপনার পণ্যের সঠিক ক্রেতাকে টার্গেট করে এড দিতে পারবে না, তাদেরকে দিয়ে এড দেয়া হলে এতে আপনি খুব একটা লাভবান হবেন না।

২১। অতএব যারা কাজ বুঝে এ ধরনের সৎ ব্যক্তিদেরকে দিয়েই কেবলমাত্র প্রমোট বা বুস্ট করাবেন।

 😊 ২২। আপনি যদি প্রমোট বা বুস্ট করেন তবে প্রতি ১ ডলারে আনুমানিক (ফেসবুক কর্তৃক কখনোই যা নির্দিষ্ট নয়) ৬০০ থেকে ১০০০ ভিউ পাবেন এবং সে অনুযায়ী ইম্প্রেশন ও এনগেজমেন্ট পাবেন, যা আমরা প্রমোট বা বুস্ট করার সময় ইমেজ আকারে ফেসবুকের বাস্তব হিসাবটি ইমেইল বা হোয়াটস এপপ অথবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো। 😊

😍  ২৩। আপনার বিজ্ঞাপনটি আসলে কতজন দেখতে পাবে, এটা নির্ভর করবে আপনার পেজ ও পোস্টের গুণগত মান এবং যথোপযুক্ত বা টার্গেটেড কাস্টমারদের নিকট আপনার বিজ্ঞাপন পৌঁছেছে কিনা তার উপর এবং আপনার এ এডের সিমিলার অন্য কোন এড আপনি কর্তৃক নির্ণীত সংশ্লিষ্ট ঐ স্থানে আর আছে কিনা তার উপর ।  😍

✔✔  ২৪। এ জন্যে যারা কাজ জানে না তাদেরকে দিয়ে এ কাজ করাবেন না; কারণ বেশি লোক আপনার বিজ্ঞাপণ দেখলো কিনা,এর উপর আপনার সেল বাড়বে না। আপনার সেল বাড়বে, আপনার সম্ভাব্য কাস্টমার গণ আপনার বিজ্ঞাপণ দেখেছে কিনা এবং এতে তারা মোটিভেট হয়েছে কিনা তার উপর।  💖

 😢 ২৫। তাই আপনি যদি কাজ না জানেন তবে আপনি নিজে নিজে এ কাজটি না করাই ভালো হবে,  উপরের ফরমটি পূরণ করার সময় অবশ্যই আপনাকে আপনার অডিয়েন্স সম্পর্কে সঠিক তথ্য দিতে হবে ও ফরমে উল্লেখিত নির্দেশাবলী মেনে চলতে হবে, নতুবা ঐ এড দিয়ে আপনি খুব একটা লাভবান হবেন না।

২৬। এড রান করার পর আপনার পেজ বা পোস্ট বা আপনার প্রোফাইলের বিরুদ্ধে ফেসবুকের নেয়া যে কোন একশান জনিত কারণে ( আপনিফেসবুকের কোন আইন লংঘন করলে) যদি এডটি ডিজেবল বা ইনএক্টিভ হয়ে যায়, তবে সে জন্য এ এডটির উদ্দেশ্যে আপনাদেরকে আপনাদের প্রদান করা কোন ডলার বা টাকা ফেরত দেয়া হবে না (যেহেতু এ ধরনের কোন টাকা ফেসবুক থেকে আমরাও ফিরে পাবো না)।

২৭। অন্য দিকে আমাদের কোন ত্রুটিজনিত কারণে (যদি হয়) চুক্তিকৃত আপনাদের রান করা এডটি যদি বন্ধ হয়ে যায়, তবে আমরা হিসেবমত আপনাদের ডলার বা টাকা ফেরত দেবো।

২৮। আপনার এড এখন কোন পর্যায়ে রয়েছে তা আপনার পেজ অথবা আপনার এড একাউন্ট থেকে সার্বক্ষণিক আপনি জানতে পারবেন অথবা আপনাকে আমরা তা শিখিয়ে দেবো।

২৯। আপনার বিজ্ঞাপণ চলাকালিন সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ও অর্থ পরিবর্তন ব্যাতিত আপনার ক্যাম্পেইনের অন্য যে কোন পরিবর্তন-পরিবর্ধন আমাদের মাধ্যমে এডিট করিয়ে নিতে পারবেন।

৩০। আমাদেরকে দিয়ে এড রান করতে, আমাদের ওয়েবসাইটে প্রসেসকৃত এডড টু কার্ট-এ ক্লিক করে লেনদেন সম্পন্ন করুন ও আমাদের সাথে যোগাযোগ করুন। অথবা ম্যানুয়েলি আমাদের বিকাশ, রকেট, নগদ অথবা আমাদের ব্যাংক একাউন্টে টাকা জমা দিয়ে, তা আমাদেরকে জানান। অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।

৩১। নামাজ বা খাওয়া-দাওয়া বা বিশেষ কোন সময় ব্যতিত সকাল ১০ টা থেকে রাত ১০টা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।

 ✔✔ ৩২। পারস্পরিক বন্ধুত্বপূর্ণ ও চুক্তিকৃত সেবা প্রদান করাই আমাদের অঙ্গীকার।

 ✔✔ ৩৩। আপনার সাথে আমাদের চুক্তি পূর্ণ করাই আমাদের ইবাদত।

 ✔✔ ৩৪। আমরা আমাদের ওয়াদা পালনে বদ্ধপরিকর।

  • আমাদের কন্টেক্ট নাম্বার:  💖

প্রতিষ্ঠাতা পরিচালক,

💖 Bandhan Foundation বন্ধন ফাউন্ডেশন  ❤

ইমেইল এড্রেস: a30761223@gmail.com

ওয়েবসাইট: http://ar900.com

+8801718-981344 (নগদ, হোয়াটস এপপ, ইমো)

01822859991 (বিকাশ)

01919759991(9) (রকেট)

ব্যাংক একাউন্ট নেম: BONDHON FOOD AND DISTRIBUTION

একাউন্ট নম্বর: 0461020011038

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড, ফেনী শাখা।

আজকের বাংলা ইংরেজি ও আরবি তারিখ জানতে এবং আজকের পুরো দিনের নামাজ ও রোজার সময়সুচি দেখতে

এখানে ক্লিক করতে পারেন

আবার শুদ্ধরূপে কোরআন তিলাওয়াত শিখতে

এখানে ক্লিক করতে পারেন

 

1 review for ফেসবুক স্পেশাল বুস্টিং সার্ভিস

Powered by
5.0
Based on 1 review
5 star
100
100%
4 star
0%
3 star
0%
2 star
0%
1 star
0%
  1. Muhammad Arif Ullah (store manager)

    সার্ভিসটি অবশ্যই সততা ও দক্ষতার সহিত সম্পন্ন করা হবে। যাচাই করে দেখতে পারেন। অথবা প্লিজ এ প্রোডাক্ট সম্পর্কে আপনার মনের কথাটি লিখে এ অপশনে একটি রিভিউ পোস্ট সাবমিট করুন। ধন্যবাদ।

    (1) (0)
Add a review

Your email address will not be published. Required fields are marked *

Q & A

There are no questions yet

Ask a question

Your question will be answered by a store representative or other customers.

Thank you for the question!

Your question has been received and will be answered soon. Please do not submit the same question again.

Error

Warning

An error occurred when saving your question. Please report it to the website administrator. Additional information:

Add an answer

Thank you for the answer!

Your answer has been received and will be published soon. Please do not submit the same answer again.

Error

Warning

An error occurred when saving your answer. Please report it to the website administrator. Additional information:

Title

Go to Top